তথ্যপ্রযুক্তি সম্পর্কে কিছু কথা

www । তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে অত্যাধুনিক এক নতুন সংযােজন www । এর পূর্ণরূপ হলাে World Wide Web । তথ্য , চিত্র এবং শব্দ — এই তিনের সমন্বয়ে কম্পিউটার বা ইন্টারনেট জগতে গুরুত্বপূর্ণ বিষয় www । World Wide Web পরিচালনা করতে বিশেষ সফটওয়্যারের প্রয়ােজন হয় । যেমন - Microsoft , Mosaic , Explorer , Netscape প্রভৃতি সফটওয়্যারের মাধ্যমে www ব্যবহার করা যায় । ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবক হলেন টিম বার্নার্স লি । টিম বার্নার্স লি জেনেভার পার্টিকেল সিস্টেম ইনস্টিটিউটে থাকাকালীন হাইপারটেস্ট প্রােগ্রাম তৈরি করেন । তার তৈরি কোড বিজ্ঞানীদের একটি ছােট কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে তথ্যের আদান - প্রদানের কাজকে সহজ করে । ১৯৯০ সালে এ প্রােগ্রামের নামকরণ করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ( World Wide Web সংক্ষেপে www ) । 5 . SAIC । সার্কভুক্ত দেশসমূহের কৃষি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে কৃষি ক্ষেত্রে উন্নয়নের আধুনিক কলী - কৌশল আদান প্রদান করার লক্ষ্যে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় সার্ক কৃষি তথ্য কেন্দ্র ( SAARC Argicultural Information Centre বা SAIC ) । সার্কে ৮ সদস্য বাংলাদেশ , ভারত , পাকিস্তান , শ্রীলঙ্কা , মালদ্বীপ , ভুটান , নেপাল ও আফগানিস্তান এর সদস্য । এর সদর দপ্তর ঢাকায় ( ফার্মগেটস্থ খামারবাড়ি সংলগ্ন ) অবস্থিত । সার্ক কৃষি তথ্য সার্ভিসের প্রধান লক্ষ্য হলাে : ১ . সদস্যভুক্ত দেশসমূহের কৃষি তথ্যকেন্দ্রের মাধ্যমে কার্যকর যােগাযােগ ও প্রয়ােজনীয় তথ্য সরবরাহ । ২ . প্রয়ােজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম , লাগসই প্রযুক্তি ও উন্নত কৃষি কৌশল সম্পর্কীয় বই - পুস্তক প্রকাশনা । ৩ . কষি সংক্রান্ত নির্দিষ্ট তথ্যভিত্তিক পত্রপত্রিকা , পােস্টার ইত্যাদি তৈরি করা । ৪ . কৃষকদের নিকট তথ্যাদি পৌছাবার জন্য উপযুক্ত ও কার্যকর যােগাযােগ মাধ্যম প্রতিষ্ঠা করা । ছ , জেনারেল ডি গাউল । | সমরনেতা , রাষ্ট্রনায়ক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রতিরােধ আন্দোলনের সাহসী যােদ্ধা । | ডি গাউলের ( Charles de Gaulle ) জন্ম ১৮৯০ সালের ২২ নভেম্বর , ফ্রান্সে । তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন । ১৯৪০ সালের মে মাসে নাৎসি বাহিনী ফ্রান্স অধিকার করে নিলে তিনি শত্রবাহিনীর বিরুদ্ধে বেশ কয়টি সফল ট্যাঙ্ক অভিযান চালান , লাভ করেন মার্শাল উপাধি । বিজয়ী নাৎসি বাহিনীর কাছে ক্ষমতাসীন ফরাসি সরকার আত্মসমর্পণ করলে ডি গাউল লন্ডনে | পালিয়ে যান এবং বেতারযােগে স্বদেশবাসীর প্রতি প্রতিরােধসংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানাতে থাকেন । ফলে তার অনুপস্থিতিতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয় । ১৯৪৩ সালে তিনি অস্থায়ী সরকার গঠন করেন এবং তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন । ১৯৫৮ সালে ডি গাউল যখন অবসর জীবনযাপন করছিলেন , তখন শুরু হয় আলজেরীয় যুদ্ধ এবং স্বদেশে রাজনৈতিক অসন্তোষ । তাকে অবিলম্বে সরকার গঠনের আহ্বান জানানাে হয় । এ বছরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে আলজেরীয় সঙ্কট নিরসন করেন । রাষ্ট্রনেতা হিসেবে ডি | গাউলের কৃতিত্ব দেশের অর্থনৈতিক ব্যবস্থার আধুনিকায়ন , ন্যাটো সামরিক জোট থেকে বেরিয়ে আসা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ । তার মৃত্যু হয় ১৯৭০ সালের ৯ নভেম্বর । ।,,,,
Reactions

Post a Comment

0 Comments