গুরুত্বপূর্ণ চাকুরির জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

নােবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য তার পক্ষে আনুষ্ঠানিক আবেদন করে বিশ্বের শীর্ষ পর্যায়ের ব্যক্তিগণ । সর্বশেষ ২০১৪ সালে মালালা বিশ্বের সবচেয়ে দামি পুরস্কার শান্তিতে ‘ নােবেল পদক পান । এর আগে ২০১২ সালের ওয়ার্ল্ড পিস অ্যান্ড প্রসপারিটি ফাউন্ডেশনের ‘ সাহসিকতা পুরস্কার লাভ করেন মালালা ইউসুফজাঈ । তার সম্মানে তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাঈকে জাতিসংঘের শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়ােগ দেয়া হয় । ডটার অব পাকিস্তান । | ঘােষণার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করেছে পাকিস্তান আইনসভা । এরপর তাকে ‘ ডটার অব পাকিস্তান ’ ঘােষণা করে দেশটির সরকার । তক্কালীন ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির আইনপ্রণেতা রবিয়ান সাদাত কাইমখানি জাতীয় পরিষদে এ প্রস্তাব উত্থাপন করেন । আন্না হাজারে ও ভারতের দুর্নীতিবিরােধী আন্দোলন উত্তর : ভারতের প্রখ্যাত সমাজকর্মী আন্না হাজারে । ভারতে দুর্নীতিবিরােধী কঠোর আইনের দাবিতে কয়েক দফা অনশনের মাধ্যমে বিশ্বজুড়ে আলােচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন । গণআন্দোলনে রূপ নেয়া তার দুর্নীতিবিরােধী আন্দোলনে নড়বড়ে অবস্থানে চলে যায় সরকার । ২০১১ সালের এপ্রিলে প্রথমবারের মতাে দুর্নীতি ও কালাে টাকার বিরুদ্ধে আমরণ অনশন শুরু করেন আন্না হাজারে । সে সময় সরকার তাকে আলােচনার আমন্ত্রণ জানায় এবং সুশীল সমাজের বাছাইকৃত লােকদের নিয়ে নতুন দুর্নীতি দমন আইনের খসড়া প্রণয়ন কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয় । কিন্তু কয় মাস বাদেই তা পরিত্যক্ত হয় এবং ভারত সরকার নিজের মতাে করে তৈরি করে একটি বিল পার্লামেন্টে উত্থাপন করে । এর প্রতিবাদে আন্না হাজারে ১৬ আগস্ট ২০১২ দ্বিতীয় দফা অনশনের ঘােষণা দিলে তাকে গ্রেফতার করা হয় এবং জেলে | পাঠানাে হয় । এতে ভারতজুড়ে হৈচৈ পড়ে যায় এবং বিক্ষোভে ফেটে পড়ে হাজারের সমর্থকরা । ফলে কয়েক ঘণ্টার ব্যবধানেই সরকার আন্নাকে মুক্তি দিতে বাধ্য হয় । আন্তর্জাতিক মুদ্রা তহবিল উত্তর : IMF - এর পূর্ণরূপ International Monetary Fund । ১৯৪৪ সালের জুলাই মাসে ব্রেটন উডস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে এটি প্রতিষ্ঠিত হয় । আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় ১৯৪৭ সালের ১ মার্চ । বর্তমান সদস্য সংখ্যা ১৮৮টি দেশ । সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । এ সংস্থার নির্বাহী প্রধানের পদবি ব্যবস্থাপনা পরিচালক । আর্থিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযােগিতা বৃদ্ধি করা , আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারের জন্য সুযােগ সুবিধা সৃষ্টি করা , সদস্য রাষ্ট্রগুলাের স্থিতিশীল বিনিময় ব্যবস্থা গড়ে তােলা , ঋণ পরিশােধের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলাের সমস্যা সমাধানের জন্য আর্থিক সাহায্য প্রদান করা এবং | কারিগরি সাহায্য প্রদানের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলাের অর্থনৈতিক ব্যবস্থাপনার মানােনয়ন করা | এ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য । এর সাংগঠনিক কাঠামাে গঠিত পরিচালক পর্ষদ , কার্যনির্বাহী | পরিচালকমণ্ডলী , প্রধান পরিচালক ও সচিবালয় নিয়ে । বর্তমানে IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন , ফ্রান্সের ক্রিস্তিন লাগার্দ ( ৫ জুলাই ২০১১ থেকে বর্তমান ) । রােহিঙ্গা সমস্যা এবং রামু ইস্যু উত্তর : সাম্প্রতিক কালের মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যকার | জাতিগত দাঙ্গায় আবারও জীবন্ত হয়ে ওঠে রােহিঙ্গা ইস্যু । দেশটির পদদলিত সংখ্যালঘু মুসলমান রােহিঙ্গা জাতির ওপর নির্যাতনের ভুলে যাওয়া ইতিহাস আবারও জ্বলন্ত হয়ে উঠে । রােহিঙ্গা এমন একটি ক্ষুদ্র নৃ - তাত্ত্বিক গােষ্ঠী , যারা নিজ দেশেও পরবাসী । পরবাসেও আশ্রয়দাতার গলার কাঁটা শরণার্থী হয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অংশে তারা আশ্রয় খুঁজছে বেশ কয়েক দশক ধরে । বিভিন্ন সময়ে দাঙ্গায় দমনাভিযানের শিকার হয়ে লাখ লাখ রােহিঙ্গারা এখনাে বাংলাদেশ ও থাইল্যান্ডে শরণার্থী শিবিরে মানবেতর জীবন যাপন করছে ।
Reactions

Post a Comment

0 Comments