কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং সমাধান

বাংলা সাহিত্য বাংলা ভাষা কোন ভাষাগােষ্ঠীর অন্তর্গত ? উত্তর : ইন্দো - ইউরােপীয় ভাষা । ইন্দো - ইউরােপীয় ভাষার শাখা কতটি ও কি কি ? উত্তর : ২টি । যথা - কেত্তম ও শতম । কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ? উত্তর : বাংলা ভাষার জন্য বঙ্গকামরুপী ভাষা থেকে । ড . সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতানুসারে ঃ মাগধী প্রাকৃত ভাষা । ড . মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃত ভাষা । ( মাগধী প্রাকৃতের প্রাচ্যন্ত কুপ ) জেনে রাখা ভাল আধুনিক বাংলা ভাষা বঙ্গ অঞ্চলের ভাষার প্রায় দুই হাজার বছরের অবিরাম বিবর্তনের ফল । প্রাচীনতম সাহিত্যিক ভাষা নানাবিধ বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় রূপতত হয়েছে । বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা হতে খ্রিস্টীয় দশম শতাব্দীতে । প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক ।

 মানুষের মুখে উচ্চারিত অর্থবােধক ও মনােভাব প্রকাশ্বক ধ্বনি সমষ্টিকে ভাষা বলে ।

বাক্য মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি ?  ভাষা,,,,
কোনটি ভাষার বৈশিষ্ঠ্য নয় ?
ইশারা বা জ্বঙ্গভঙ্গি

 বাংলা ভাষা কোন ভাষাগােষ্ঠীর অন্তর্গত ? উত্তর : ইন্দো - ইউরােপীয় ভাষা । ইন্দো - ইউরােপীয় ভাষার শাখা কতটি ও কি কি ? উত্তর : ২টি । যথা - কেত্তম ও শতম । কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ? উত্তর : বাংলা ভাষার জন্য বঙ্গকামরুপী ভাষা থেকে । ড . সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতানুসারে ঃ মাগধী প্রাকৃত ভাষা । ড . মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃত ভাষা । ( মাগধী প্রাকৃতের প্রাচ্যন্ত কুপ ) জেনে রাখা ভাল আধুনিক বাংলা ভাষা বঙ্গ অঞ্চলের ভাষার প্রায় দুই হাজার বছরের অবিরাম বিবর্তনের ফল । প্রাচীনতম সাহিত্যিক ভাষা নানাবিধ বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষায় রূপতত হয়েছে । বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা হতে খ্রিস্টীয় দশম শতাব্দীতে । প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক । বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর মানুষের মুখে উচ্চারিত অর্থবােধক ও মনােভাব প্রকাশ্বক ধ্বনি সমষ্টিকে বলে ।
Reactions

Post a Comment

0 Comments