চাকরির প্রস্তুতি নিতে প্রশ্ন গুলো গুরুত্বপূর্ণ

টি - ২০ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন কে ? ২০১৪ সালে টি - ২০ বিশ্বকাপ কোথায় হবে ? | উত্তর : টি - ২০ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন India । ২০১৪ সালে টি - ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় বাংলাদেশে । তবে পরবর্তী টি - ২০ বিশ্বকাপ ২০১৬ সালে অনুষ্ঠিত হবে ভারতে । সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে বারাক ওবামা নির্বাচিত হলেন , তার প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ? তিনি কোন দলেন প্রার্থী ছিলেন ? উত্তর : ডেমােক্র্যাট প্রার্থী বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী ছিলেন মিট রমনি । তিনি রিপাবলিকান পার্টি ' - এর প্রার্থী ছিলেন । WTO Ministerial conference কত দিন পরপর হয় ? ২০১৩ সালের Ministerial | conference কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ? উত্তর : WTO Ministerial Conference দুই ( ২ ) বছর পরপর অনুষ্ঠিত হয় । ২০১৩ সালের Ministerial Conference অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার বালিতে । ২০১৫ সালের ডিসেম্বরে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে কেনিয়ার নাইরােবিতে । - UNFCCC বলতে কি বুঝায় ? কবে কোথায় এটি স্বাক্ষরিত হয় ? উত্তর : United Nations Framework Convention on Climate Change . এটি | জাতিসংঘের আবহাওয়া পরিবর্তন বিষয়ক সংস্থা । ১৯২ ( পর্যবেক্ষক দেশ ৪ ) সদস্য বিশিষ্ট UNFCCC এর সদর দপ্তর জার্মানির বন - এ অবস্থিত । UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরােতে ধরিত্রী সম্মেলনে । BRICS কি ? কবে , কোথায় এটি প্রতিষ্ঠিত হয় ? কোন কোন দেশ এর সদস্য ? উত্তর : BRICS হলাে বিশ্বের বর্ধনশীল অর্থনীতির ৫ দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট । সদস্য দেশগুলাের ইংরেজি আদ্যক্ষর নিয়ে ১৬ মে ২০০৮ এটি প্রতিষ্ঠিত হয় । ব্রিকস - এর সদস্য দেশগুলাে হলাে ব্রাজিল ( Brazil ) , রাশিয়া ( Russia ) , ভারত ( India ) , চীন ( China ) ও দক্ষিণ আফ্রিকা ( South Africa ) । | D - ৪ ( ডি - ৮ ) এর সদস্য দেশসমূহের নাম লিখুন । উত্তর : তুরস্ক , ইরান , পাকিস্তান , মিশর , ইন্দোনেশিয়া , বাংলাদেশ , মালয়েশিয়া ও নাইজেরিয়া । সর্বশেষ জোট নিরপেক্ষ সম্মেলন কোথায় ও কোন তারিখে অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : সর্বশেষ জোট নিরপেক্ষ সম্মেলন ইরানের তেহরানে ২৬ - ৩১ আগস্ট ২০১৭ অনুষ্ঠিত হয়েছে । জোট নিরপেক্ষ আন্দোলনের সপ্তদশ সম্মেলন ভেনিজুয়েলার কারাকাসে ২০১৫ সালে অনুষ্ঠিত হবে । মালালা ইউসুফজাঈ উত্তর : তালেবানদের হামলার শিকার পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতােভয় কিশােরী মালালা ইউসুফজাঈ । পাকিস্তানে নারী শিক্ষা ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় লড়ে যাচ্ছিলেন এ কিশােরী । তালেবানী শাসনে পড়াশােনা না করতে পারার যন্ত্রণা এবং তালেবান নিয়ন্ত্রিত এলাকার মানুষের জীবন - যাপন নিয়ে ২০০৯ সালে বিবিসি ' র ওয়েব ব্লগে উর্দু সংস্করণে লেখা শুরু করেন মালালা । I am afraid শিরােনামে ব্লগ লেখার মাধ্যমেই আন্তর্জাতিকভাবে সবার নজর কাড়ে মালালা । এর প্রেক্ষিতে ২০১১ সালে পাকিস্তানের প্রথম জাতীয় শান্তি পুরস্কারে ভূষিত হয় সে । নারী শিক্ষার পক্ষে সােচ্চার এ কিশােরীর কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে ৯ অক্টোবর ২০১২ মিঙ্গোরাে শহরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে জঙ্গিরা । কিন্ত কোনােমতে প্রাণে বেঁচে যায় মালালা । পরবর্তীতে মালালাকে ঘিরে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ও দেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে । ১০ নভেম্বর ২০১২ জাতিসংঘ সারা বিশ্বে মালালা দিবস পালন করে । এছাড়া বিশ্বের সব মেয়েশিশুকে ২০১৫ সালের মধ্যে স্কুলগামী করতে পাকিস্তান এবং ইউনেস্কো নতুন মালালা পরিকল্পনা ঘােষণা করে । নারী শিক্ষায় সহায়তায় গঠিত হয় ইউনেস্কো মালালা ফান্ড ।
Reactions

Post a Comment

0 Comments