চাকরির প্রস্তুতির জন্য বিষয়গুলো জানার প্রয়োজন

মানবাধিকার লঙ্নের ঘটনা সম্পূর্ণ বন্ধ হয়নি , তারপরও এর মাধ্যমে দেশটি একটি দিক নির্দেশনা গ্রহণ করে এবং মীমাংসা প্রক্রিয়ার প্রাথমিক সাফল্য ভবিষ্যতের আশার সূচনা করে । INTERPOL উত্তর : International Criminal Police Organisation সংক্ষেপে Interpol । ইন্টারপােল হলাে পুলিশ বাহিনীর একটি আন্তর্জাতিক সংগঠন । ১৯২৩ সালে বিশ্বের ৫০টি দেশ মিলে পুলিশ বিভাগকে আধুনিকীকরণ এবং অপরাধীদেরকে দ্রুত চিহ্নিত ও ধরার লক্ষ্যে অস্ট্রিয়ার ভিয়েনায় এই আন্তর্জাতিক সংগঠনটি গড়ে তােলা হয় । বর্তমানে ইন্টারপােলের সদর দপ্তর ফ্রান্সের লিওঁতে অবস্থিত । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজনৈতিক কারণে কিছুদিন এর কার্যক্রম বন্ধ থাকলেও ১৯৪৬ সাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয় । ইন্টারপােলের একটা সাধারণ পরিষদ রয়েছে । এর অধিবেশন এক এক সময় এক এক সদস্য রাষ্ট্রে অনুষ্ঠিত হয় । সদস্য রাষ্ট্রের পুলিশ বাহিনীর সঙ্গে ত্বরিত যােগাযােগ স্থাপন , অপরাধীদের সন্ধান , গতিরােধ , গ্রেপ্তার ইত্যাদির জন্য এই কমিশনের যােগাযােগ ব্যবস্থাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে । বর্তমানে এর সদস্য রাষ্ট্র ১৯০টি ( সর্বশেষ দক্ষিণ সুদান , ৩১ অক্টোবর ২০১১ ) । বাংলাদেশ ইন্টারপােলের সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে । উদ্দেশ্য : ইন্টারপােলের উদ্দেশ্যাবলী নিম্নরূপ : - পুলিশ বিভাগ বা পুলিশ বাহিনীকে অপরাধীদের ধরার ব্যাপারে পারস্পরিক সহযােগিতা করা । - পুলিশ বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যে সদস্য রাষ্ট্রের মধ্যে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির বিনিময় করা । - এক দেশের অপরাধী অন্য দেশে যেন সহজে গা ঢাকা দিতে না পারে সে ব্যাপারে পারস্পরিক সহযােগিতা করা । - সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক আলােচনার ভিত্তিতে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত কোনাে আসামীকে স্বদেশে ফেরত দান । - সদস্য দেশসমূহের মধ্যে অপরাধ অনুসন্ধানের ব্যাপারে পারস্পরিক সহযােগিতা করা । - বিশ্বের অপরাধ দমন জোরদার করা এবং নাগরিক জীবনে শৃঙ্খলা রক্ষা করা । ছ . Operation Defensive Shield উত্তর : Operation Defensive Shield হলাে ২০০২ সালের এপ্রিল মাসে ইসরাইলি বাহিনী কর্তৃক পরিচালিত সামরিক অভিযান । ১৯৬৭ সালে ইসরাইলি বাহিনী কর্তৃক পশ্চিম তীর ভূখণ্ড দখলের পর থেকে এটা ছিল সর্ববৃহৎ সামরিক অভিযান । হিব্রু ভাষায় এ অভিযান Homat Magn নামে পরিচিত । পটভূমি : ২০০২ সালের মার্চ মাসে কিছু ফিলিস্তিনি গ্রুপ হামাস , ইসলামিক জিহাদ এবং আল - আকসা মর্টার ব্রিগেড ( ফাতাহ - এর সামরিক শাখা ) কর্তৃক সংঘটিত সন্ত্রাসী হামলায় ১২৫ - এর অধিক ইসরাইলি বেসামরিক লােক নিহত হয় । ২০০২ সালের ২৭ মার্চ পাসওভার গণহত্যা ( Passover Massacre ) নামে পরিচিত ঘটনার দ্বারা এই আক্রমণের মাত্রা আরাে তীব্র হয় । এই আক্রমণে নেতানিয়ার পার্ক হােটেলে একজন ফিলিস্তিনি আত্মঘাতী বােমা হামলাকারী ৩০ জনকে হত্যা করে । উপরােক্ত ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অর্থাৎ ২৮ মার্চ ২০০২ ইসলামী প্রতিরক্ষা বাহিনী ( IDF ) জরুরি ভিত্তিতে সবচেয়ে বেশি সংখ্যক সৈন্যের ( ২০ , ০০০ জন ) সমাবেশ ঘটায় , যেটা ছিল ১৯৮২ সালের লেবানন যুদ্ধের পর সর্ববৃহৎ ,,,,
Reactions

Post a Comment

0 Comments