দেশের এক ঐতিহাসিক দর্শনীয় স্থান কুষ্টিয়ার শিলাইদহ

****শিলাইদহ : দেশের এক ঐতিহাসিক দর্শনীয় স্থান কুষ্টিয়ার শিলাইদহ । বিশ্বকবি রবীন্দ্রনাথ | ঠাকুর তার জীবনের অনেকাংশ কাটিয়েছেন এ শিলাইদহে । এখানে রয়েছে তার কুঠিবাড়ি । প্রত্নতাত্ত্বিক ও পর্যটকদের কাছে এ স্থানটির গুরুত্ব উত্তরােত্তর বেড়ে চলেছে । এখানে রয়েছে মনোমুগ্ধকর ফুলের বাগান , আমকানন , বকুলতলা , শান বাঁধানাে পুকুরঘাট ইত্যাদি । এছাড়া কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যচর্চার সব নিদর্শন রয়েছে । গ্রীষ্মকালে বিভিন্ন জাতের ছায়াদানকারী বৃক্ষ , প্রাকৃতিক আলাে - বাতাস দর্শনার্থীদের বিমােহিত করে তােলে । শিলাইদহ কুষ্টিয়া শহর থেকে ৬ / ৭ কিলােমিটার দূরে অবস্থিত । শহরের পাশ দিয়ে গড়াই নদী পার হয়েই এ কুঠিবাড়ীর স্থান । এর দু ' পাশে রয়েছে বিস্তীর্ণ ছায়াঘেরা সুনিবিড় গ্রাম । শিলাইদহের কারণেই কুষ্টিয়া শহর সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত রয়েছে । বর্তমানে এখানে বেসরকারি উদ্যোগে একটি আধুনিক দ্বিতল পার্ক ও পিকনিক স্পট নির্মাণ করা হচ্ছে । কুষ্টিয়ার আয়কর আইনজীবী আলাউদ্দিন আহমদের অর্থায়নে ‘ আলাে পিকনিক পার্ক ও রেস্ট হাউস নির্মিত হচ্ছে । সরকার প্রতি বছর ২৫ বৈশাখ শিলাইদহে জাতীয়ভাবে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদ্যাপন করে থাকে । এ উপলক্ষে সেখানে একটি মেলাও বসে । প্রায় প্রতিদিনই নির্মল আনন্দের সন্ধানে শত শত সংস্কৃতিমনা লােকজন এখানে আগমন করে ।
Reactions

Post a Comment

0 Comments