প্রাচীনতম সীতাকোট বৌদ্ধবিহার


*** সীতাকোট বিহার : পুরাতত্ত্ববিদদের মতে , আমাদের দেশে এ যাবৎ আবিষ্কৃত বিহারগুলাের মধ্যে প্রাচীনতম সীতাকোট বৌদ্ধবিহার । শালবন বা পাহাড়পুর বিহারের চেয়ে এর বয়স ৩০০ বছরের বেশি । দিনাজপুর শহর থেকে ৬০ কিলােমিটার দূরে দক্ষিণ - পূর্বে নবাবগঞ্জ থানার গােলাপগঞ্জ ইউনিয়নের ফতেহ আসামপুর গ্রামে রয়েছে এ বিহারের ধ্বংসাবশেষ । এ টিবিকে নিয়ে অনেক কিংবদন্তির মধ্যে একটি হচ্ছে ত্রেতা যুগে রামের স্ত্রী সীতা এখানেঅনেক দিন বনবাসে কাটিয়েছিলেন । তার স্মৃতিকে ধরে রাখার জন্যই এর নামকরণ করা হয় সীতাকোট বা সীতাকুঠুরী । অবশ্য খননের পর জানা যায় যে , স্থানটির সাথে রাম বা সীতার ( কোনাে সম্পর্ক নেই । প্রকৃতপক্ষে এটি একটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিহার । ১৯৬৮ সালে দিনাজপুর জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রত্নতত্ত্ব বিভাগ এর খনন কাজে হাত দেয় । ১৯৭১ - ৭২ সালে খনন কাজ শেষ হয় । এ বিহার পূর্ব - পশ্চিমে প্রায় ৬৫ মিটার দীর্ঘ এবং উত্তর - দক্ষিণে প্রায় ৬৫ মিটার প্রস্থ । বিহারের উত্তর ব্লকে ৬ ফুট প্রশস্ত প্রবেশ থ এবং ছােট বড় সব মিলিয়ে প্রায় ৪১টি প্রকোষ্ঠ রয়েছে
Reactions

Post a Comment

0 Comments