বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি নতুন চাকরির বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় প্রধান কার্যালয় । ঢাকা । Lড়ল T ১২ ফরুন , ১৪২১৬ বিজ্ঞপ্তি নং - ১৯ / ২০২০ তারিখঃ ২৫ ফেব্রুয়ারি - ২০২৫ নিয়ােগ বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সােনালী ব্যাংক লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেড - এ সমন্বিতভাবে নিম্নে বর্ণিত সংখ্যা শূন্য । পদে প্রতিযােগিতামূক পরীক্ষার মাধ্যমে পূরণের সাক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে ( Online এ দরখাস্ত আহবান বলা যাচ্ছে | জমিক | শিরােনাম |
বিবরণ । ১ . পদের নাম | ফিসারি - সাইটি ( ২০১৮ সাল ভিকি ) ২ . | পদ সংখ্যা | ১৫৭টি সোনালী ব্যাংক লিঃ ( ১২২টি ) ও জনতা ব্যাংক লিঃ ( ৩৫টি ) বেতন | জাতীয় বেতন দেয়া ২০১৫ এর টাকা ১৬৫০ - ১৬০৫ . . . . . . ৩৫০৭৫ - ৩৬ - ৩৮৬৪১ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রায় অন্যান্য সুবিধা । | ক ) স্বীক কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স , কম্পিটার সায়েন্স শ ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স এ । যােপক্স । সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং / ফায়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্দ্র ঢেকিমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনমেশন এক কমিউনিকেশন টেকনােলজি ইনফরমেশন টেকনােলজি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে য়াতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী নাতি সম্মান ) ডিী থাকতে হবে । । খ ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট / সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পক্ষসমূহে নতম ০১ ( এক ) টিতে প্রথম বিভাগ শ্রেণা থাকতে হবে । গ্রেডিং পদ্ধতির ফাক্ষিণের ক্ষেত্রে সরকারী নাতিমা প্রযোচ্ছে হবে । গ ) কোন পর্যায়েই ৩য় বিভাগ / শ্রেণী গ্রহণযোগ্য হবে না । দ ) ঘড়ি পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৩ / ২০০৯ ও ০২ / ২০১৫ তারিখের প্রক্তনাশা না ; শিম শাঃ১১৫ - ১ ( অংশ ) / ৫৮১ ও শিমশাঃ১১১৫ - ১২০৫৭ , ১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত । জিপিএ বা ক্ষেএমত , সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ / শ্রেণি নিক্ষেপে নির্ধারিত হবে ।
১ ) এস , এস , সি সমমান এবং এইচ , এস , সি লা সমমান পরীক্ষার ফিগের ক্ষেত্রে | হিনপিএ ৩ . ৩৩ বা তদূর্গ । | | প্রথম বিহু | হিপিএ ২৩ থেকে ৩০ এর কম দ্বিতীয় লি ।
( ২ ) অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্র সিজিপিএ এর ক্ষেত্রে | মহিত সিজিপিএ | সমকুণী শ্রেণিবিভাগ | | . ০০ পয়েট বলে । ৫ ) পাট ৮ | ৩ . ০০ বা তদূর্ব ৩ . ৭৫ বা তদূর্গ | প্রথম বিভাগশ্রেণি । | ২২৫ লা হলাম কিন্তু এ এ এন এম ২ . ৮১তী না হন নি , 6 + এল নমাটি যায় লিণি ৫ . বস ( ০১ / ০৭ / ২০১৮ তারিখে ) ঃ ক ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর । গ ) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর । ৬ . আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় ১০ / ০৩ / ২০২০ তারিখ , রাত ১১ . ৫৯ টা । ৭ . ' Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় ৫ ১২ / ০৩ / ২০১৫ তারিখ , রাত ১১ . ৫৯ টা । ৮ . আবেদন ফি এর পরিমান পরীক্ষার ফি অফেরতযােগ্য টায় ২০০ / - টাকা দুইশত মাত্র ) যা ডাচ বাংলা বাংক লিমিটেড এর | Pawnerit Gateway ' রকেট ' এর মাধ্যমে প্রদান করতে হবে । ৯ . আবেদন পদ্ধতিঃ ক Online Application Form : অধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ে সংক্রান্ত 5ায়োইট ( https / / erecruitment . bb WTg bul ) - এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে । Online এ আবেদন দাখিVৰ সময় ফরম পূরণ বা নিম্ন ও অনন্ত শত্ৰাকী শুয়েবসাইটই পাওয়া যাবে । খ , প্রার্থীর বিবরণ প্রার্থীর নাম , পিতা ও মাতার নাম এসএসসি অথবা সমমানের সনদে যেভাবে লেখা আছে Oriline আলেনে ঠিক সেভাবে লিখতে হবে । গ , বার্থীর স্থায়ী ঠিকানায় প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ও কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা নালে উল্লিখিত রূয়া ঠিকানা প্রার্থী স্থায়ী ঠিকানা হিসেবে উখে কৱতে হবে । তবে অবিবাহিত মহিলা প্রাথগিণ আবেদন দাখিলের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলে যায় প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকুলে নিজের স্থায়ী ঠিকানা । পরিবর্তন কতে পাবেন । | ছবি ও খা , ছবি Phot৭ ) ও স্বাক্ষর ( Signature ) । নতুন আবোকারী প্রার্থীদেরকে অবশ্যই ( Online Application For স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নন্দিত নির্দেশনা অনুযায়ী দুনিও অক্ষর আপলােড করুত হবে । চলন পাত্র ২
বাংলাদেশের অন্যতম সেরা দরকারী টিপস এবং শিক্ষামূলক website, যা লোকেরা নিবন্ধন ছাড়াই দর্শন করতে এবং বিষয়গুলি পড়তে পারেন। দর্শকরা যে কোন ফোরামের বিষয়ে তাদের মতামত দিতে এবং মন্তব্য বিভাগে কোনও প্রশ্ন জিজ্ঞাসা করতে সক্ষম , আপনারা আমাদের সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে অথবা আকর্ষণীয় ডিজাইনের ব্লগার সাইট তৈরি করে নিতে চাইলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন,,,
0 Comments