নির্ধারিত সময়ে সালাত আদায়ের গুরুত্ব অনেক বেশি

 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি । নির্ধারিত সময়ে সালাত আদায়ের গুরুত্ব অনেক বেশি ,, হাদীসে রাসূল (সা) সুস্পষ্ট করেছেন যে, নির্ধারিত সময়কে সালাত আদায় করা আল্লাহ্‌র কাছে সর্বাধিক প্রিয় ‘আমল। এই ‘আমলটিকে তিনি (সা) বাবা-মায়ের সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আল্লাহ্‌ তা‘আলা বলেছেন: “নিশ্চয়ই সালাত মু’মিনদের জন্য উল্লিখিত সময়ে ফরয।” [সূরা আন-নিসা: ১০৩] এ সম্পর্কে আল-বুখারী (রহ.) বলেন : “উল্লিখিত সময় হলো নির্ধারিত (সময়)। তিনি সালাতের জন্য সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন।” আবু আম্‌র আশ-শাইবানী থেকে বর্ণিত: “এই ঘরের মালিক (আব্দুল্লাহ ইবনে মাস‘ঊদের ঘরের দিকে ইশারা করে) বলেছেন : আমি রাসূলকে (সা) জিজ্ঞাসা করেছিলাম : কোন ‘আমলটি আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয়?’ তিনি (সা) উত্তরে বলেছিলেন : “যথা সময়ে সালাত (আদায় করা)।” তারপর তিনি জানতে চাইলেন : তারপর কী?’ তিনি (সা) বলেন : “বাবা-মায়ের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করা।” তিনি আবার জিজ্ঞাসা করলেন, ‘তারপর কী?’ তিনি (সা) বললেন : “আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করা।” এসব বলার পর তিনি (আব্দুল্লাহ) বলেন : আমি আরও জানতে চাইলে তিনি (সা) আমাকে আরও বলতেন।” [বুখারী, খণ্ড : ৮, অধ্যায় : ৭৩, হাদীস : ১] জীবন তো কেবল কয়েকটি দিনের সমষ্টি ছাড়া আর কিছু নয়। তাই নির্ধারিত সময়ে সালাত আদায়ের গুরুত্ব অনেক বেশি। একদিন তো সবাইকে চলে যেতে হবে ।
Reactions

Post a Comment

0 Comments