সেন্টমার্টিন দ্বীপ


****সেন্টমার্টিন দ্বীপ ;

 দেশের কক্সবাজার জেলার টেকনাফের সমুদ্র উপকূল থেকে প্রায় ৪৮ কিলােমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছােট প্রবাল দ্বীপ হলাে সেন্টমার্টিন দ্বীপ । এটিই বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ । চারদিকে সমুদ্র সৈকত দ্বারা পরিবেষ্টিত রাশি রাশি পাথর আর শৈল জমে তৈরি হয়েছে এ প্রবাল দ্বীপ । এর আয়তন ১২ বর্গ কিলােমিটার এবং আবাদযােগ্য জমির পরিমাণ ৫০০ একর । লােকসংখ্যা প্রায় ৪ হাজার । | দ্বীপটিতে রয়েছে অসংখ্য নারিকেল গাছ , কেয়াবন ও কাটাযুক্ত গুল্মের ঝোপ । তাই দ্বীপটির আঞ্চলিক নাম ' নারিকেল জিঞ্জিরা । দ্বীপটিতে পাঁচ শতাধিক পরিবার , ৬টি গ্রাম , ১টি ইউনিয়ন , ১টি প্রাইমারি স্কুল , ১টি জুনিয়র হাই স্কুল এবং ১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে । এখানে রয়েছে প্রচুর চুনাপাথর ও নুড়িপাথর । তাছাড়া অর্থনৈতিক দিক থেকে দ্বীপটির রয়েছে প্রচুর সম্ভাবনা এর খনিজ সম্পদের জন্য । এর চারপাশে সমুদ্র তলদেশের প্রচুর প্রবাল রয়েছে । দ্বীপের অধিবাসীদের প্রায় ৯৫ % মত্স্যজীবী এবং একমাত্র যােগাযােগ ব্যবস্থা হলাে নৌ - পথ ।
Reactions

Post a Comment

0 Comments