চাকরির প্রস্তুতি বৌদ্ধ বিহার

***পাহাড়পুর : বাংলাদেশের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন নওগাঁর পাহাড়পুর । পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত । এর প্রাচীন নাম ‘ সােমপুর ' । পাহাড়পুর ধ্বংসাবশেষের নামকরণ করা হয়েছে নওগাঁ জেলার পাহাড়পুর নামক এক গ্রামের । নামানুসারে । নওগাঁ সমতল পলিমাটির অঞ্চল , অথচ এই এলাকায় ব্যতিক্রমধর্মী অসমতল । উচ্চ পাহাড়ের অস্তিত্ব লক্ষণীয় । তাই যুক্তি দেখানাে হয়েছে ব্যতিক্রমধর্মী অসমতল এলাকার জন্য ‘ পাহাড়পুর ' নামটি গৃহীত হয়েছে । বাংলাদেশে প্রাক - ইসলামী যুগের সর্বাপেক্ষা দর্শনীয় ঐতিহাসিক নিদর্শনটি হল পাহাড়পুরে অবস্থিত সােমপুর বৌদ্ধ বিহার । তবে এ পর্যন্ত সারা বিশ্বে আবিষ্কৃত বৌদ্ধ বিহারগুলাের মধ্যে এটি সর্ববৃহৎ একক বৌদ্ধ বিহার । বাংলাদেশে পর্যটনের আকর্ষণের অভাব নেই । একজন পর্যটক যা চায় তার সবই এ দেশে আছে । পর্যটন শিল্পে বাংলাদেশের সম্ভাবনা খুবই উজ্জ্বল । পর্যটন শিল্পে বিদ্যমান সমস্যাসমূহ । সমাধান করতে পারলে এবং উপযুক্ত পর্যটন পরিবেশ সৃষ্টি করতে পারলে বাংলাদেশের পর্যটন কর্মসংস্থান , বিনিয়ােগ ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস হতে পারে ।
Reactions

Post a Comment

0 Comments