গবেষণা প্রণালি বলতে কি বুঝায় ? অথবা , গবেষণা প্রণালি কি

গবেষণা প্রণালি বলতে কি বুঝায় ? অথবা , গবেষণা প্রণালি কি ? | ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তথ্য ও উপাত্ত গ্রহণের সুনির্দিষ্ট প্রক্রিয়াকে গবেষণা প্রণালি বলা হয় । বিভিন্ন । ধরনের গবেষণা প্রণালি বা পদ্ধতিসমূহের মধ্যে উল্লেখযােগ্য । হলাে প্রকাশনা , গবেষণা , সাক্ষাৎকার , জরিপ , পর্যবেক্ষণ । দলিলাদি মূল্যায়ন , ঘটনা অধ্যায়ন , ফোকাস গ্রুপ ইত্যাদি । ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত বাজার গবেষণার কাজেই গবেষণা । পদ্ধতিসমূহ বেশি প্রয়ােগ করে থাকে । বাজার গবেষণার । উল্লেখযােগ্য উদ্দেশ্যসমূহ হলাে কার্যকর বাজার খুঁজে বের করা , ক্রেতাদের চাহিদা ও অভাব নিরূপণ করা , এগুলাে পূরণের । পদ্ধতি বের করা , সাশ্রয়ী এবং চিত্তাকর্ষক উপায়ে মােড়কীকরণ করা , পণ্যের দাম নির্ধারণসহ গবেষণার বিভিন্ন উদ্দেশ্য ।
Reactions