কুয়াকাটা সমুদ্র সৈকত

***কুয়াকাটা ***

দেশের যে কয়টি পর্যটন কেন্দ্র দেশী ও বিদেশী পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে কুয়াকাটা তাদের মধ্যে অন্যতম । ঢাকা থেকে প্রায় ৩০০ কিমি দূরে দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় এটি অবস্থিত । নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ শােভায় সজ্জিত হয়ে সমুদ্র সৈকতে অবস্থিত এই স্থানটি সহজেই পর্যটকদের মনে বিনােদনের খােরাক জোগাতে পারে । ১৮ কিমি সমুদ্র সৈকতের অধিকারী এ মনােহর স্থানটিতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত গভীরভাবে অবলােকন করার সৌভাগ্য জোটে পর্যটকদের । এছাড়া কুয়াকাটার মহিপুর থেকে সুন্দরবনের একটি অংশও চোখে পড়ে যা পর্যটকদের নিকট বিনােদনের এক নতুন মাত্রা যােগ করে । চারদিকে পাখির ডাক আর মুক্ত আকাশে তুলার মত ভাসমান মেঘ দেখে সহজেই যে কেউ অবিভূত হয়ে পড়বে । পাশাপাশি রাখাইন সম্প্রদায়ের নাচ - গানের উত্সব , নারকেল কুঞ্জ , প্যাগােডা এরকম অনেক কিছুই সৌন্দর্য পিপাসু মানুষকে কিছু সময়ের জন্য হলেও হারিয়ে ফেলবে অন্যজগতে । পর্যটকদের বিশেষ সুবিধার কথা চিন্তা করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সেখানে অত্যাধুনিক হােটেল নির্মাণ করেছে । 
Reactions

Post a Comment

0 Comments